কৃষ্ণকে পুরুষ বলা হয় কেন?

কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি একজন ব্যাক্তি। তিনি নিরাকার নন। পুরুষ বলতে বোঝায় যিনি সমস্ত আয়োজনের ভোক্তা। কৃষ্ণই হচ্ছেন সমগ্র বিশ্বের সমস্ত আয়োজনের মূল ভোক্তা। তিনি তার আনন্দ বর্ধনের জন্যেই অনন্ত কোটি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সমগ্র জীবজগৎ তাঁর সেবক। তিনিই একমাত্র সেব্য। শাস্ত্রে বলা হয়েছে 'জীবের স্বরুপ হয় নিত্য কৃষ্ণদাস'। সেই কথা ভুলে জীব যখন নিজে পুরুষ বা ভোক্তা হওয়ার বাসনা করে তখনই দুঃখময় জড়ব্রহ্মাণ্ডে পতিত হয়। কিন্তু আসলে জীব হচ্ছে সবসময় প্রকৃতি। আর পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ।

krishna, gobinda, madhov

 

সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 🙏

কৃষ্ণকে পুরুষ বলা হয় কেন? কৃষ্ণকে পুরুষ বলা হয় কেন? Reviewed by Tanmoy Roy on August 21, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏