ভগবান থাকলে দুনিয়ায় এত দুঃখ কষ্ট কেন মানুষের?

সকলে বলে ভগবান আছেন। তাই যদি হয় তবে ভগবান থাকলে দুনিয়ায় এত দুঃখ কষ্ট কেন মানুষের? এই ধরনের অবান্তর প্রশ্ন অনেকেই করে থাকেন।

আসলে কোন দেশে বা সমগ্র দুনিয়ায় দুঃখ কষ্ট থাকা না থাকার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না। আসল কথা হলো 'সৃষ্টি আছে মানেই স্রষ্টা আছেন'।


 

ভগবানের প্রতি বিমুখ হওয়ার ফলেই জীব এই দুঃখ আর কষ্টের জগতে পতিত হয়েছে, এবং দুঃখ কষ্ট ভোগ করছে।

কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ।
অতএব মায়া তারে দেয় সংসার-দুঃখ।।

ভগবানের নির্দেশ হচ্ছে, এই জগৎটা দুঃখ কষ্ট দিয়েই তৈরি। তাই কৃষ্ণভজন করার মাধ্যমে জীব পরমানন্দময় ধামে উন্নীত না হওয়া অবধি এখানে দুঃখ কষ্টই পেতে হবে।

মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারলেই জগৎ সংসারের কোন দুঃখ কষ্টই আমাদের ছুতে পারবে না।

কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরি নাম সংকীর্তন। তাই সদা সর্বদা মহামন্ত্র জপ করে যেতে হবে আমাদের।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

ভগবান থাকলে দুনিয়ায় এত দুঃখ কষ্ট কেন মানুষের? ভগবান থাকলে দুনিয়ায় এত দুঃখ কষ্ট কেন মানুষের? Reviewed by Tanmoy Roy on August 22, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏