বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর আছে কি? থাকলে প্রমাণ করুন

আধুনিক বা বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর বা ভগবান বলে কিছু কি আছে? থাকলে সেটা প্রমাণ করতে পারবেন?

বিশষ জ্ঞান অর্থাৎ দিব্যজ্ঞান থাকলে ঈশ্বরের অস্তিত্ব অতিসহজেই বোঝা যায়। সেই বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তিদেরই বলে বৈজ্ঞানিক।

কিন্তু জড়বুদ্ধির বাইরে যারা এগোতে পারেনি তারা এই জড় জগতে বৈজ্ঞানিক বলে পরিগণিত হলেও তারা প্রকৃত বিজ্ঞানী নয়।

'ঈশ্বর আছেন' কথাটি অতি সহজেই প্রমাণিত করেছেন আধুনিক বিজ্ঞানীরাও।

বৈজ্ঞানিক নিউটন বলেছেন, আমরা কোনও কিছু তৈরি করতে গেলে অনেক বুদ্ধি খাটাতে হয়। তারপর কোনও জিনিস তৈরি হয়।

আধুনিক বা বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর বা ভগবান বলে কিছু কি আছে? থাকলে সেটা প্রমাণ করতে পারবেন?

ঘড়ির কাঁটা বা অন্যকিছুকে দেখলে মনে হয় সেটি আপনা আপনি ঘুরছে, কিন্তু তাঁর পেছনে একজনের বুদ্ধি কাজ করছে।

তেমনই মহাবিশ্বের অসংখ্যকোটি বিশাল বিশাল গ্রহনক্ষত্র আপন আপন কক্ষপথে নিয়মিত ঘুরছে। সেই ভারী ভারী গ্রহগুলি আবার মহাকাশে ভেসে আছে।

নিশ্চয়ই অনেক উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন কর্তার অভিপ্রায় অনুসারে সেগুলি কার্যকরী হচ্ছে। এভাবে নিউটন এক পরম নিয়ন্তা বর্তমান বলে প্রমান করলেন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।

বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর আছে কি? থাকলে প্রমাণ করুন বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর আছে কি? থাকলে প্রমাণ করুন Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏