কি করে বুঝব যে সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবদ্ধামে যাওয়া যায়?

একজন ছাত্র নিয়মমতো যদি পড়াশুনা করে চলে, তবে যখন পরীক্ষার দিন উপস্থিত হয়, তখন সহজে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।

এই ব্যাপারটি যেমন নিশ্চিত, তেমনি সারা জীবন নিয়ম নিষ্ঠার সহিত যিনি ভগবানের ভজনা করেন, সেই ভক্ত অবশ্যই জড় জগতরুপ পরীক্ষা ক্ষেত্রে সহজে উত্তীর্ণ হয়ে নিত্য ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারবেন। এতে সন্দেহের কী আছে?

পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন- "অনিত্যমসুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম", অর্থাৎ "যখন এই অনিত্য দুঃখময় মর্ত্যলোকে মনুষ্যদেহ ধারণ করেছ, তখন আমাকেই ভজনা কর।" (গীতা ৯/৩৩)

কি করে বুঝব যে সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবদ্ধামে যাওয়া যায়

এবং যখন কেউ কৃষ্ণভাবনায় নিযুক্ত থাকে-কৃষ্ণসেবায় সর্বদা যুক্ত থাকে, তার গতি কি হয়?

শ্রীকৃষ্ণ বলেছেন- "মামেবৈষ্যসি যুক্তৈবমাত্মনং মৎপরায়ণ"। অর্থাৎ, "সম্পূর্ণরুপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকেই লাভ করবে"। গীতা ৯/৩৪)

আসুন আমরা সবাই মিলে যুগধর্ম হরিনাম সংকীর্তন করি আর ভগবানের কাছে ফিরে যাই।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।

কি করে বুঝব যে সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবদ্ধামে যাওয়া যায়? কি করে বুঝব যে সাধন ভজন করলে মৃত্যুর পর ভগবদ্ধামে যাওয়া যায়? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏