সমগ্র জগতে মোট জীবাত্মার সংখ্যা কত?

ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্ট এই জগতে জীবাত্মার কোনও সংখ্যা আছে কি? যদি থাকে তবে মোট কত কোটি জীবাত্মা আছে?

এক একটি জীবাত্মা ভগবানের অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম চেতন সত্তা বা চিৎকণা। মোট কত কোটি চিতকণা আছে-এরকম প্রশ্নটাই অবান্তর।

ভগবান চিন্ময়, তিনি অসীম ও অনন্ত। তাঁর চিন্ময় অঙ্গ থেকে প্রকাশিত চিৎকণাও অনন্ত ও অগণিত। শাস্ত্রে বলা হয়েছে 'ব্রহ্মাণ্ড অনন্ত কোটি'।

জড় ব্রহ্মাণ্ড অনন্ত কোটি, চিৎ বৈকুন্ঠও অনন্ত কোটি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবাত্মা, এবং অনন্ত কোটি বৈকুন্ঠে অনন্ত কোটি জীবাত্মা বিরাজ করছে।

সমগ্র জগতে মোট জীবাত্মার সংখ্যা কত, ব্রহ্মাণ্ড অনন্ত কোটি, চিৎ বৈকুন্ঠও অনন্ত কোটি

সূর্য থেকে উৎপন্ন সূর্যরশ্মিকণা যেমন গণনার বিষয় নয়, তেমনই ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্ট জীবাত্মার সংখ্যাও অগণনীয়।

প্রজাপতি শ্রীব্রহ্মা এই জড় ব্রহ্মাণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে জীবাত্মাদের জন্যে দেহ গঠন করেছেন। যে জড় দেহ গ্রহন বা আশ্রয় করে এই জড় ব্রহ্মাণ্ডে জীবাত্মা জীবন যাপন করবে। সেই রকম দেহ হচ্ছে ৮৪ লক্ষ রকমের।

এই ব্যাপারে বিষ্ণুপুরাণে বলা হয়েছে-

জলজা নবলক্ষাণি স্তাবরা লক্ষবিংশতিঃ ।
কৃময়ো রুদ্রসংখ্যকাঃ পক্ষিণাং দশলক্ষনম ।
ত্রিংশল্লক্ষাণি পশবঃ চতুর্লক্ষাণি মানুষা ।।

অর্থাৎ, ৯ লক্ষ রকমের জলজপ্রাণী, ২০ লক্ষ রকমের বৃক্ষলতাদি, কৃমি-কীট সরীসৃপ ইত্যাদি ১১ লক্ষ রকমের, পক্ষী ১০ লক্ষ রকমের, পশু ৩০ লক্ষ রকমের এবং মানুষ ৪ লক্ষ রকমের। এইভাবে মোট ৮৪ লক্ষ রকমের জীবযোনি রয়েছে।

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।।

সমগ্র জগতে মোট জীবাত্মার সংখ্যা কত? সমগ্র জগতে মোট জীবাত্মার সংখ্যা কত? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏