গোলোক ধাম কোথায়?

আমরা জানি যে, অসংখ্য বৈকুন্ঠ গ্রহলোক রয়েছে। সেই বৈকুন্ঠ জগতের সমস্ত গ্রহলোকের উপরে গোলোক ধাম অবস্থিত।

বৈকুন্ঠ গ্রহলোকগুলির মধ্যে কিছুর নাম বলুন

অচ্যুতলোক, পুরুষোত্তমলোক, ত্রিবিক্রমলোক, হৃষীকেশলোক, কেশবলোক, অনিরুদ্ধলোক, মাধবলোক, প্রদ্যুন্মলোক, সঙ্কর্ষণলোক, শ্রীধরলোক, বাসুদেবলোক, অযোধ্যালোক, দ্বারকালোক সহ ইত্যাদি অসংখ্য চিন্ময় গ্রহলোক রয়েছে।

গোলোক ধাম কোথায়

আমরা মন প্রান দিয়ে ভগবানের সেবা করলে নিশ্চই এইসব বৈকুন্ঠ গ্রহেরও উপরে গোলোক ধামে যেতে পারি।

আর আমাদের এই কলি কালে ভগবান খুব সহজ উপায় দিয়েছেন তাঁর কাছে ফিরে যাবার। আর সেটা হলো হরিনাম সংকীর্তন।

তাই আসুন আমরা সবাই জীব হিংসা ত্যাগ করি, ভগবানের সেবা করি আর নিরন্তর হরিনাম কীর্তন করে ভগবানের কাছে ফিরে যাই।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।

গোলোক ধাম কোথায়? গোলোক ধাম কোথায়? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏