জগতে সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি?

ধর্মপুত্র শ্রীভদ্রশ্রবার উক্তি দিয়ে শ্রীমদ্ভাগবতে (৫/১৮/৩) বলা হয়েছে-

অহো বিচিত্রং ভগবদ্বিচেষ্টিতং
ঘ্নন্তং জনোহয়ং হি মিষন ন পশ্যতি ।
ধ্যায়ন্নসদযর্হি বিকর্ম সেবিতুং
নির্হ্রিত পুত্রং পিতরং জিজীবিষতি ।।

"আহা, কী আশ্চর্য! এই সব মানুষ আসন্ন প্রাণ-অপহারক ভয়ঙ্কর মৃত্যকে দেখেও দেখছে না! মৃত পিতা বা মৃত পুত্রকে দাহ করে এসে তারা মৃতের ধন-সম্পত্তি দ্বারা অতি তুচ্ছ বিষয়-সুখ ভোগ করবার আশায় জীবন ধারণ করে থাকতে ইচ্ছা করছে!"

জগতে সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি

প্রত্যেক মানুষ ভাবছে, সবাই মরে গেলেও আমি কখনই মরব না। এই বিষম মূর্খামির জন্যই মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত হয় না।

ভগবানের পাদমদ্মে তার মতি হয় না, সে কেবল দুঃখময় জগতে সুখভোগের অন্ধ আশায় জীবন কাটিয়েই যায়।

আর এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের ব্যাপার। যুধিষ্ঠির মহারাজও বকরুপী ধর্মের অনুরুপ একটি প্রশ্নে এই রকমই উত্তর দিয়েছিলেন।

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।।

জগতে সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি? জগতে সবচেয়ে আশ্চর্যকর বিষয় কি? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏