জড়জগতের মানুষ সাধারণত কিসে আগ্রহী?

জড়জগতের মানুষ সাধারণত কিসে আগ্রহী? তারা কি ভক্তিতে বেশী আগ্রহী বলে আপনার মনে হয়?

অধিকাংশ মানুষই ধনসম্পদ ও ইন্দ্রিয়তৃপ্তির প্রতি আগ্রহী। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যথাসম্ভব ধন উপার্জন করা এবং ইন্দ্রিয়তৃপ্তির জন্য তা ব্যয় করা। অধিকাংশ মানুষ ভক্তিতে অর্থাৎ ভগবৎ সেবায় আগ্রহী নয়, বিষয় ভোগ বাসনায় আগ্রহী। বিষয়াসক্ত ব্যক্তিদের কার্যকলাপ শ্রীল শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন-

নিদ্রয়া হ্রিয়তে নক্তং ব্যবায়েন চ বা বয়ঃ।
দিবা চার্থেহয়া রাজন কুটুম্বভরেণ বা ।।

তারা রাত্রে বেশি ঘুমিয়ে কিংবা মৈথুনাদি কর্মে তাদের সময় অপচয় করে, আর দিনের বেলায় অর্থ উপার্জনের চেষ্টায় তারা ব্যস্ত থাকে। তারা উপার্জিত অর্থ পরিবার-পোষণের জন্য নিয়োগ করে। (শ্রীমদ্ভাগবত ২/১/৩)

জড়জগতের মানুষ সাধারণত কিসে আগ্রহী

এভাবে দিন-রাত ক্রমশ শেষ হয়ে যায়। জীবনের আয়ু শেষ হয়ে যায়। শ্রীল প্রভুপাদ বলেছেন,এই প্রকার ব্যক্তিরা কখনও জীবনের মাহাত্ম্য বুঝতেও চেষ্টা করে না। ভগবান কে, জীবাত্মা কি, ভগবানের সঙ্গে কি সম্পর্ক ইত্যাদি সম্বন্ধে তারা কখনও ভেবে দেখে না।

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।।

জড়জগতের মানুষ সাধারণত কিসে আগ্রহী? জড়জগতের মানুষ সাধারণত কিসে আগ্রহী? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏