এই পৃথিবী সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন?

এই একটি পৃথিবী নয়, অনন্ত কোটি পৃথিবী সৃষ্টির পূর্বেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। পরমেশ্বর ভগবান সেই কথা ব্রহ্মাকে বলছেন-

অহমেবাসমেবাগ্রে নান্যদ যৎ সদসৎ পরম ।
পশ্চাদহং যদেতচ্চ যোহবশিষ্যেত সোহস্ম্যহম ।।

"হে ব্রহ্মা! সমগ্র সৃষ্টির পূর্বে পরবেশ্বর আমিই একমাত্র বর্তমান ছিলাম, এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না। এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমিই আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমিই অবশিষ্ট থাকবো।" (শ্রীমদ্ভাগবত ২/৯/৩৩)

এই পৃথিবী সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজ ধাম শ্রীগোলোক বৃন্দাবন। "গোলোকনাম্নি নিজধাম্নি"। (ব্রহ্মসংহিতা ৫/৪৩)

গোলোকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিত্যকাল বাস করেন। "গোলোক এব নিবসতি"। (ব্রহ্মসংহিতা ৫/৩৭)

আর তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। "একোহপ্যসৌ রচয়িতুং জগদন্ডকোটিম"। (ব্রহ্মসংহিতা ৫/৩৫)

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।।

এই পৃথিবী সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন? এই পৃথিবী সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏