সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হল না?

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো সকল কিছুর সৃষ্টিকর্তা। তাঁর সৃষ্টিতে কিছু ভালো কিছু খারাপ কেন? তাঁর সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হল না?

আসলে সৃষ্টিকর্তার সৃষ্টিতে বৈচিত্র্য বিদ্যমান। কেবল আলো থাকলে অন্ধকারের মর্যাদা থাকতো না।

কথায় বলে - 'দাঁত থাকতে দাঁতের মর্যাদা লোকে বোঝে না'। দাঁত পড়ে গেলে তখন দাঁতের গুরুত্ব উপলব্ধি হয়।

আপনি আলোতে থাকুন কিংবা অন্ধকারে থাকুন, তাতে সৃষ্টিকর্তার কিছু যায় আসে না।

আপনি দুঃখে থাকুন কিংবা সুখে থাকুন, তাতে সৃষ্টিকর্তার কোন লাভ-ক্ষতি নেই।

আপনি ভক্ত হোন কিংবা অভক্ত হোন, তাতেও সৃষ্টিকর্তার কোনও ঝামেলা নেই।

অর্থাৎ, আপনি এই দুঃখময় জগতে থাকার বাসনা করে যন্ত্রণা ভোগ করতেও পারেন, আবার আনন্দময় বৈকুন্ঠে যাওয়ার বাসনা করে নিত্য আনন্দলাভ করতেও পারেন।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো সকল কিছুর সৃষ্টিকর্তা। তাঁর সৃষ্টিতে কিছু ভালো কিছু খারাপ কেন। তাঁর সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হল না

তাতে সব রকমের লাভ আপনার নিজের, সৃষ্টিকর্তার লাভ বা ক্ষতি বলে কিছু নেই। প্রকৃতপক্ষে এই বৈচিত্র্যই মঙ্গলময়।

আপনার যেমন ভাব, যেমন কর্ম তেমন লাভ বা তেমন ফল পাবেন। এই বৈচিত্র্য না থাকলে 'মঙ্গল'-এর গুরুত্ব বা মর্যাদা কিভাবে থাকত?

ভগবানের ধাম বৈকুন্ঠ - সেখানে কোনও কুন্ঠা নেই, অমঙ্গল নেই। কিন্তু এই জড় জগৎ কুন্ঠাযুক্ত, দুঃখময়। তাই এখানে অমঙ্গল থাকবে।

রাজা মঙ্গলময় হতে পারেন। কিন্তু তাঁর সৃষ্ট জেলখানাগুলি কয়েদীদের কাছে মঙ্গলময় বলে বোধ হয় না। কারণ কয়েদীরা সেখানে দুঃখ ও শাস্তি ভোগ করে।

কিন্তু তাই বলে দেশে জেলখানা আছে বলে যে রাজা মঙ্গলময় নয়- এরুপ কথা কখনই বলা যায় না।

আসুন আমরা সবাই মিলে যুগধর্ম হরিনাম সংকীর্তন করে ভগবানের কাছে আনন্দময় জগতে ফিরে যাই।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।

সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হল না? সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হল না? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏