শ্রীকৃষ্ণ মানুষ রুপে জন্ম নিলেন কেন?

শাস্ত্রে বলা হয়েছে যে, পরমেশ্বর ভগবানের জন্ম নেই। তা হলে পাঁচ হাজার বছর আগে দেবকী বসুদেবের পুত্র রুপে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো কি করে?

ভগবানের জন্ম নেই বলতে তিনি জন্মলীলা প্রকাশ করতেও পারেন না-এরকম কোনও কথা নয়। তিনি ইচ্ছা করলে জন্মলীলা প্রকাশ করতে পারেন, তবে সেই জন্মটি আমাদের মতো জীবদের জন্মের মতো নয়।

শ্রীকৃষ্ণ মানুষ রুপে জন্ম নিলেন কেন

ভগবানের জন্মলীলা দিব্য বা অপ্রাকৃত। শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম (গীতা)। অর্থাৎ, আমার জন্ম ও ক্রিয়াকলাপ অপ্রাকৃত, এই জড়জগতের কারও মতো নয়।

তাইতো আমরা শ্রীমদভাগবতে শ্রীকৃষ্ণের জন্মলীলায় দেখতে পাই, যে তিনি আমাদের মতো জন্ম নেননি। তিনি চতুর্ভূজ নারায়ন রুপে দেবকী বসুদেবের সামনে উপস্থিত হয়েছিলেন।

দেবকী ও বসুদেবের প্রার্থনায় তিনি একটি সাধারন শিশুর রুপ ধারন করেন।

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।।

শ্রীকৃষ্ণ মানুষ রুপে জন্ম নিলেন কেন? শ্রীকৃষ্ণ মানুষ রুপে জন্ম নিলেন কেন? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏