পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সৎপথে পরিচালিত করেন না কেন?

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো ইচ্ছা করলে সমস্ত মানুষকে সৎপথে পরিচালিত করতে পারেন, এবং জগৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। কিন্তু তা তিনি করেন না কেন?

কেউ অসৎপথে থাকুক সেটি তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করেন না। তবে স্বতন্ত্র জীব নিজেরা কৃষ্ণের মতো উপভোক্তা হতে চায় বলেই এরকম জগতে আসতে হয়েছে।

সুন্দর জগৎ বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম, সেখানে ফিরে যেতেই তো ভগবান নির্দেশ করছেন।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সৎপথে পরিচালিত করেন না কেন?

কিন্তু আমরা যদি সুন্দর জীবনে সুন্দর জগতে যেতে না চাই, এই জড় জগতেই থাকতে চাই- তাহলে আমাদের সেই ইচ্ছার উপরও ভগবান শ্রীকৃষ্ণ বলপ্রয়োগ করতে ইচ্ছা করে না। এটিই রহস্য।

যখন আমরা জানব যে এই জড় জগৎ ভালো নয়, এই জীবনের পরিস্থিতি মোটেই ভালো নয় তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে চাইব, তখন সুন্দর বৈকুন্ঠ গোলোক ধামে যাওয়ার জন্য ইচ্ছা করব।

এই জড় জগৎ জেলখানার তুল্য। তাই এই দুঃখময় জগৎটাকে এই জেলখানাটিকে শ্রীকৃষ্ণ কেন সুন্দর করলেন না, সেটা কোন প্রশ্ন নয়। এর বাইরে বৈকুন্ঠ জগৎ তো নিত্য, শাশ্বত, সুন্দর রয়েছেই।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সৎপথে পরিচালিত করেন না কেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সৎপথে পরিচালিত করেন না কেন? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏