ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন?

এই জড় জগৎ তো দুঃখময়, নানা রকম দুঃখ যন্ত্রনায় পূর্ন। তাইলে ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন?

জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয় আকাঙ্ক্ষা করতে পারে। তাঁর সেই সব আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ করে দেওয়ার জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে।

ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন

অবশেষে যখন জীব বুঝতে পারে যে,প্রকৃত আনন্দ এখানে নেই, তখন সে আনন্দময় ভগবদ ধামে উন্নীত হওয়ার জন্য সাধুসঙ্গাদিমুলক আচরণ করার সুযোগও পেতে পারে। এই জন্যই ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন।

আর এই কলিযুগে সবথেকে সহজে ভগবদ ধামে ফিরে যাবার উপায় হচ্ছে যুগধর্ম হরিনাম সংকীর্তন করা।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন? ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏