ভগবান কেন মন্দ বিভাগ সৃষ্টি করলেন?

বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে জানতে পারলাম যে, ভালো ও মন্দ উভয়েই ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন। ভগবান তো শুধু ভালোই সৃষ্টি করতে পারতেন, কিন্তু তাহলে কেন তিনি মন্দ বিভাগ সৃষ্টি করলেন?

বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না। কোন ভালো কিছুর গুরুত্ব বা মহিমা মানুষ তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তাঁর ভালো অভিজ্ঞতা হয়। আলোর মর্যাদা কেউ কোনদিন দিতো না যদি না অন্ধকার থাকতো।

জীবের মন্দ প্রবণতা আছে বলেই মন্দ বিভাগ থাকার ব্যবস্থা করা হয়েছে। কোন রাজ্যে যখন কেউ অপরাধ করে তখন সেই নাগরিকরা কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আতক রাখার উদ্দেশ্যে কয়েদখানা বা কারাগার তৈরি করা হয়।

কিন্ত সেই কারাগার তৈরি করার উদ্দেশ্য এই নয় যে, সমস্ত নাগরিককে কারাগারে বাস করতে হবে কিন্ত মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে।

জীব যাতে ভালোর গুরুত্ব বুঝতে পারে এবং ভালো পথে চলে সেই জন্যই ভগবানের ইচ্ছায় মন্দ বিভাগ তৈরি হয়েছে।

ভগবান কেন মন্দ বিভাগ সৃষ্টি করলেন? ভগবান কেন মন্দ বিভাগ সৃষ্টি করলেন? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏