ইন্দিরা একাদশী ২০২২। কবে, কখন, কিভাবে করবো?

আগামী ২১শে সেপ্টেম্বর ২০২২ ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে।

এই দিন উপবাস আর পরের দিন, অর্থাৎ ২২শে সেপ্টেম্বর সকালে পারন করতে হবে।

কিভাবে পালন করবো?

সামর্থ অনুযায়ী দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। এতে অসমর্থ হলে একাদশীতে অনাহার।

কিন্তু যদি এতেও অসর্মথ হন তবে, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জ্জন করে ফল-মূলাদি অনুকল্প গ্রহনের বিধি আছে ।

একাদশীতে কিছু সবজী ফল-মূলাদি গ্রহণ করতে পারেন । যেমনঃ গোলআলু, মিষ্টিআলু ও চালকুমড়া, বাদাম তৈল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন ।

দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, বেল, তরমুজ, নারিকেল, পেয়ারা, শসা, মিষ্টিআলু ইত্যাদি ফল-মূলাদি আহার করতে পারেন ।

পঞ্চ শস্য কি কি ?

১. ধান জাতীয় খাদ্যঃ যেমন-চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খৈ ইত্যাদি ।

২. গম জাতীয় খাদ্যঃ যেমন- আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি ।

৩. যব বা ভূট্টা জাতীয় খাদ্যঃ যেমন- ছাতু, খই, রুটি ইত্যাদি ।

৪. ডাল জাতীয় খাদ্যঃ যেমন- মুগ, মাসকালাই, খেসারী, সয়বিন, মশুরী, ছোলা, অড়হড়, বরবটী, শিম ইত্যাদি ।

৫. সরিষা,তিল তৈল ইত্যাদি ।

অবশ্যই মনে রাখুন

একাদশী ব্রতের আগের দিন রাত্রে খাবার খাওয়ার পরে অতি অবশ্যই খুব ভালো করে দাঁত ব্রাস করে নেবেন, যেন কোনরকম খাবারের টুকরো দাঁতের ফাকে আটকে না থাকে।

ইন্দিরা একাদশী ২০২২। কবে, কখন, কিভাবে করবো?

পারন কখন করবো?

পারন পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। এই সময় স্থান ভেদে বিভিন্ন হয়। আপনি মায়াপুর বা পশ্চিম বাংলার লোক হলে পারনের সময় ২২শে সেপ্টেম্বর সকাল ৬ঃ০২ থেকে ৯ঃ২৭ এর মধ্যে। আর বাংলাদেশে থেকে পারন করবেন ৬ঃ৩২ থেকে ৯ঃ৪৯ এর মধ্যে।

কিভাবে পারন করবো?

অন্ন, ডাল, সবজি যাই রান্না করুন তাই আগে তুলসী পাতা দিয়ে ভগবানকে দেবেন। তারপর সেই মহাপ্রসাদ দিয়ে পারন করবেন।

ওই মহাপ্রসাদ হাতে নিয়ে ৩ বার পারন মন্ত্র বলে, ভগবানের কাছে ব্রত পালনে ভুলের ক্ষমা প্রার্থনা করে প্রসাদ মুখে নেবেন। এর মাধ্যমেই পারন হয়ে যাবে এবং আপনার ব্রত পালন শেষ হবে।

একাদশীর পারন মন্ত্র কি?

একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব ।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব ।।

একাদশীতে এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো অবশ্যই মনে রাখুন

  • পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে।
  • একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদগতি হবে তা নয়, একাদশী পালনকারী ব্যাক্তির মৃত পিতা-মাতাও নরক থেকে উদ্ধার হতে পারে।
  • একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরক বাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য।
  • একাদশী পারন পঞ্জিকাতে একাদশী পারনের সময় দেয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার। নতুবা একাদশীর কোন ফল লাভ হয় না , নরকবাসী হতে হয়।
  • একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয়, নিরন্তর শ্রীভগবানের পূজাস্মরণ, মনন ও শ্রবণ-কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে। ওই দিন যত বেশী পারুন জপ করুন।
  • নারী যদি রজস্বলাও হয় তথাপি একাদশীতে ভোজন করবে না। মানে মাসিক হলেও একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য।
  • একাদশী পালনের সময় আমাদের অবশ্যই সংযমী হতে হব । একাদশীর আগের দিন এবং ব্রত পালনের দিন সহবাস সম্পূর্নরূপে নিষিদ্ধ।
  • একাদশীর উপবাসের দিন কোন রকম ঔষধ সেবনে কোন বাধা নেই।
  • একাদশী থাকাকালীন যদি কারো মৃত্যু ঘটে। তাহলে সে স্বর্গ নয়, সরাসরি বৈকুন্ঠলোকে গমন করে।
  • আর অতি অবশ্যই এই ব্রত পালনের দিন এই পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ বা শ্রবন করুন।
ইন্দিরা একাদশী ২০২২। কবে, কখন, কিভাবে করবো? ইন্দিরা একাদশী ২০২২। কবে, কখন, কিভাবে করবো? Reviewed by Tanmoy Roy on September 08, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏