ভগবান আছেন তার প্রত্যক্ষ প্রমাণ কি?

অনেকেই আছেন যারা হরিনাম প্রচারকারীদের বলে থাকেন 'ভগবান যে আছেন তার কোনও প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবেন'?

আসলে আমরা অধিকাংশ জড়বাদী মানুষেরা আমাদের অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখি। সেই চক্ষু দিয়ে আমরা অতি কাছের, কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ করতে পারবো না। আবার সেই চক্ষুরও কোন মূল্য থাকবে না, যদি আলোর সাহায্য না নেই।

আলোর সাহায্য আছে বলেই আমরা সব কিছু দেখতে পাই। আবার যে চক্ষু দিয়ে আপনি বা আমি দেখছি, সেই মহা মূল্যবান চক্ষুকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত আমরা আয়না বা প্রতিবিম্ব ধরা পড়ে এমন কোন জিনিসের সাহায্য না নেই।

আবার এটাও সত্য যে কোন জিনিস দেখেও আমরা 'প্রত্যক্ষ অভিজ্ঞতা' অর্জন করতে পারবো না, যদি তা দেখার মতো মনোযোগ আমাদের না থাকে। অর্থাৎ আমাদেরকে আমাদের মনের সাহায্যও নিতে হচ্ছে।

ভগবান আছেন তার প্রত্যক্ষ প্রমাণ কি

আমাদের মৃত্যুর সময় আবার আমাদের এই দেহের সঙ্গে সঙ্গে আমাদের চক্ষুটিও হারাতে হবে। এইভাবে দেখা যায় যে, আমাদের দেখার বা কোন কিছু প্র্যতক্ষ করার ক্ষমতা কতো তুচ্ছ আর নগণ্য।

আর আমরা আমাদের এরুপ ক্ষুদ্র আর অপূর্ণ জড় চক্ষুতে 'পুর্ণ ও অসীম' ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার আশা করি কিভাবে?

ভগবানকে দেখতে হলে আমাদের কাম, ক্রোধ, কালিমাশুন্য হৃদয়ে ভক্তি-চক্ষুর উন্মেষ প্রয়োজন। শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে 'ভক্তিবিলোচনেন' ভক্তিচক্ষুতে দর্শণ করতে হয়।

তাই আমাদেরকে আগে সেই ভক্তিচক্ষু লাভ করতে হবে। আমাদেরকে ভগবানের ভক্ত হতে হবে, তার সেবা করতে হবে। ভক্ত সঙ্গ করতে হবে, প্রসাদ খেতে হবে আর হরিনাম করতে হবে। তবেই ভক্তিচক্ষুর উদয় হবে।

তারপর আমরা সেই ভক্তিচক্ষুর সাহায্যে ভগবৎ দর্শণ করতে পারবো। ভগবান হচ্ছেন "অধোক্ষজ"- অর্থাৎ তিনি এই জড় চক্ষুর অতীত। কামময় চক্ষু দিয়ে প্রেমময়ের দর্শন সম্ভব নয়।

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।।

ভগবান আছেন তার প্রত্যক্ষ প্রমাণ কি? ভগবান আছেন তার প্রত্যক্ষ প্রমাণ কি? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏