পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টিকর্তা কে?

ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরম ঈশ্বর। তাই পরম ঈশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে- এরুপ কথা বলা সম্পূর্ণ ভুল। যিনি পরম, তাঁর উপরে কেউই থাকেন না।

যদি থাকেন, তবে 'পরমেশ্বর' কথাটি ব্যবহার করা হত না। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে 'অসমোর্ধ্ব' বলে বর্ণনা করা হয়েছে। 'অসমোর্ধ্ব' কথাটির অর্থ হল যার সমান বা ঊর্ধে কেউ নেই।

তিনিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আপনার বা আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই। যে কারণে আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন?

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টিকর্তা কে

সৃষ্টির আদি জীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন-

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ।
অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম ।।

অর্থাৎ, "সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদিরও আদি এবং সমস্ত কারণের পরম কারণ।" (শ্রীব্রহ্মসংহিতা ১)

এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোন কারণ নেই, কোন আদি ও অন্ত নেই। তিনিই সমস্ত কারণের পরম কারণ।

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টিকর্তা কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টিকর্তা কে? Reviewed by Tanmoy Roy on October 01, 2022 Rating: 5

No comments

Hare Krishna 🙏